Last Updated: February 06, 2024
Welcome to Sajekgor.com. As a multi-vendor “Sajekgor.com” website features provide you to buy or sell products when you use this platform. It is very important and your own responsibility to read the following terms and conditions prior using Sajekgor.com platforms and services. By using Sajekgor.com products and services, you agree with the following stated terms and conditions. If you do not agree with these terms and conditions, please do not use of our products and services.
Either you are an individual user or using on behalf of someone else or using on behalf of a company, you are solely responsible for your use of account and agree with our terms and conditions to use product and services from Sajekgor.com.
It is your responsibility to check our updated terms and conditions every time you use our platform, any other web platform, products and services.
Seller Terms
As a seller you are fully responsible to the products that you have listed on Sajekgor.com. Listed product must be describe as it is, non-appropriate product information or description may cause you product returned with your own cost. Seller is liable to package the product such a way to protect from transportation damage. Seller must make product ready for delivery on time, other than Sajekgor.com may charge you shipping fee. Seller bound to take the return if your product meets our refund policy.
Buyer Terms
As a buyer, it is your responsibility to check the product description before you place the order. You must check the products attributes, quantity and shipping address before you confirm your order. Any products you want to cancel or return, you must meets our cancellation and return policy.
Billing and Account Information
By visiting or using Sajekgor.com platform you agree to provide accurate and up to date billing and account information. You must provide your personal information according to you NID, active phone number and email ID. We do not store your payment card information as we use SSL or third party payment integration such as BKash.
We have the rights to suspend or delete any account who does not follow terms and conditions of Sajekgor.com.
Not allowed to use, list or sell
As a user or seller of Sajekgor.com, you agree not to list, sell or buy the following items.
- No Illegal stuff, according to the law of Bangladesh Govt.
- No Drugs allowed to use this platform to list, sell or buy
- No Weapons/guns are allowed to list, sell or buy in this platform
- No Pornographic or Sexual items that prohibited to buy or sell in Bangladesh according to the law of Bangladesh Govt.
- No Poisonous items are allowed to list, buy or sell here
- No Harmful items are allowed to list, sell or buy here
- No Stolen items are allowed to list, sell or buy here
- No Alcohol allowed to list, sell or buy here
- No Bird or Animals are allowed to list, sell or buy on this platform.
Age limit to use
By using or visiting Sajekgor.com, you agree that you are 18 years or older according to your birth certificate on the day you are using this platform. If you do not agree this age limit terms and conditions, you must not use Sajekgor.com.
Delivery Time
Normally our delivery time is 1-2 days but it may varies on weather conditions, transportation situation and holidays.
Product availability/Stock
As a seller it is your responsibility to check your product availability or stock and update your inventory with Sajekgor.com. If in case any of the product is not available or not in stock, buyer would not be charged.
Discount/Final Sale Product
Normally there is no return or refundable on discount or final sale products. Seller must declare if discount/final sale products are not return or refundable. As a buyer you must check sellers listed information.
Order Cancellation
As a buyer you may cancel your order before shipment without any charges. If you cancel your order after the order has shipped, you will be charged the shipping cost. Seller must agree to the order cancellation terms and conditions to use Sajekgor.com platform. Sakekgor.com has the right to cancel any order for any circumstances without charging any fee to buyer.
Product return
As a user of Sajekgor.com, you both seller and buyer must agree to this product return and refund policy. As a buyer you may return the products with following conditions.
- If you receive damaged product during delivery time. You must take a picture in front of delivery man and you may return the product to same delivery man.
- If you receive the product not as described
- If you receive any expired product which one has expire date
- Any consumable product that were used if not mentioned on product description
Buyer can not return the following products or if mentioned with product description or in listing.
- Fruits and vegetables
- Fish or Fish products
- Dairy products- un packed
Refund Policy
Our customer is our priority, we try to resolve return and refund claim with 7 business days. You will get full or partial refund on following terms and conditions. Buy and seller must agree the refund policy to user Sajekgor.com
- Qualified return policy with 100% refund of the product price
- All refund will be paid with electronic payment method
- Any product you return that does not qualify return policy, 30% re-stocking fee will deduct from your total refund
Product Pricing
Seller is responsible to maintain product price in Sajekgor.com. If there is any product that has MRP rate, you must not to use more than the MRP rate. If you mistake and put more the MRP rate, you must match price and refund the difference to the buyer and you must carry if there is any payment transaction fee. As a seller you a fully responsible to maintain the government regulatory for any or all product prices.
Prohibited use
As a user, buyer or seller of Sajekgor.com, you must agree not to use the following prohibited things in Sajekgor.com or any of the contents of the platform.
- Intentionally or Unintentionally any unlawful use
- Collecting any users personal information
- Misleading any content or information
- Inject or try to inject any kind of virus
- Spamming, phishing
- Any AI tools to damage or harmful
- Harm or defame to anyone
- No race, sexual activities, coarse language, ethnicity, religion, disability and abusing
Commission or Fees
As a user or seller of Sajekgor.com, we charge a listing fee on each product or listing. The fees are different and varies on category. The fees will show during you list/add your products on our platform. If you do not agree with the fee, you must not list/add products on that category.
Customer services
You are always welcome to reach out to us. You may contact to us at help.sajekgor@gmail.com for any support and return.sajekgor@gmail.com for return and refund.
শর্তাবলী
সাজেকঘর ডট কম প্লাটফর্মে আপনাকে অভিনন্দন। এই প্লাটফর্মটি মাল্টি-ভেন্ডর ওয়েবসাইট হওয়ার সুবাদে এখানে সবার পণ্য ক্রয়-বিক্রয় করার সুযোগ রয়েছে। সেজন্য এই ওয়েবসাইট প্ল্যাটফর্ম ব্যবহার করে বিভিন্ন পরিসেবা গ্রহণ করার আগে নিম্নলিখিত শর্তাবলী পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনার একান্ত দায়িত্ব। আপনি আমাদের প্লাটফর্ম ব্যবহার করে কোন পণ্য ক্রয়-বিক্রয় অথবা কোন সেবা গ্রহণ করলে আমরা ধরে নিব, আপনি আমাদের শর্তাবলি পড়েছেন এবং সম্মতি প্রকাশ করেছেন। যদি আমাদের শর্তাবলির সঙ্গে অসম্মতি প্রকাশ করে থাকেন, তাহলে দয়া করে আমাদের কোনপ্রকার পণ্য ও সেবা গ্রহণ করার দরকার নেই।
সাজেকঘর ডটকম ওয়েবসাইট ব্যবহার করে কোন ধরনের পণ্য ও সেবা গ্রহণ করলে আমরা বুঝে নিব, আপনি আমাদের শর্তাবলির সঙ্গে সম্মতি প্রকাশ করেছেন এবং আপনার একাউন্টের সকল কার্যক্রমের জন্য আপনি দায়বদ্ধ থাকবেন।চাই একাউন্টটি আপনি নিজে ব্যবহার করেন কিংবা কারো পক্ষ থেকে অথবা কোন ব্যবসায়ীক প্রতিষ্ঠানের পক্ষ থেকে হোকনা কেন।
প্রতিবার আমাদের ওয়েবসাইট প্লাটফর্ম থেকে কোন পণ্য ও সেবা গ্রহণ করার আগে আমাদের আপডেট নিয়মনীতি চেক করে নেয়া আপনার একান্ত দায়িত্ব ও কর্তব্য।
বিক্রেতার জন্য বিধিমালা :-
একজন বিক্রেতা হিসাবে আপনি সাজেকঘর.কম-এ আপনার তালিকাভুক্ত পণ্যগুলির জন্য সম্পূর্ণরূপে আপনি দায়ী। ওয়েবসাইটে আপনার তালিকাভুক্ত পণ্যগুলোর অবশ্যই বিস্তারিত বর্ণনা থাকতে হবে। তাছাড়া অগ্রহণযোগ্য পণ্য এবং পণ্যের বিবরণ উল্লেখ করার কারণে যদি পণ্য ফেরত আসে, তাহলে শিপিং Cost সেলারকে বহন করতে হবে। পণ্যের প্যাকেজিং খরচ সেলারকে বহন করতে হবে। বিক্রেতা অবশ্যই সময়মতো পণ্য ডেলিভারি করতে হবে। আমাদের ওয়েবসাইটে উল্লেখিত রিটার্ন পলিসি অনুযায়ী যদি কোন পণ্য ফেরত আসে,তার পরিবহন খরচ সেলারকে বহন করতে হবে।
ক্রেতার জন্য বিধিমালা :-
একজন ক্রেতাকে পণ্য ক্রয় করার আগে অবশ্যই ওয়েবসাইটে উল্লেখিত পণ্যের বিবরণ চেক করে নিতে হবে। তাছাড়া অর্ডার কনফার্ম করার আগে প্রডাক্টের কালার,ধরন,পরিমাণ এবং শিপিং এড্রেস চেক করে নেয়া একান্ত কর্তব্য। ক্রেতা যদি কোন প্রডাক্ট ক্যান্সেল করা অথবা রিটার্ন নিতে চায়,তাহলে আমাদের ওয়েবসাইটে রিটার্ন - পলিসি দেখে নেয়া তার দায়িত্ব।
বিলিং এবং অ্যাকাউন্ট ইনফরমেশন :-
আপনি Sajekgor.com প্লাটফর্মে ভিজিট করে আমাদের নীতিমালার সঙ্গে আপনার সম্মতি রয়েছে, সেজন্য আপনার এনআইডি কার্ড,এক্টিভ মোবাইল নাম্বার, ইমেইল আইডি দিয়ে এখানে একাউন্ট ওপেন করেছেন আমরা ধরে নিব। অন্যদিকে আমরা আপনার পেমেন্ট কার্ডের কোনধরনের তথ্য সংরক্ষণ করি না, যেমনটা SSL বা তৃতীয় পক্ষ বিকাশ -নগদ - রকেট পেমেন্ট ইন্টিগ্রেশন ব্যবহার করে থাকে।
Sajekgor.com-এর নীতিমালা অনুসরণ করে না, এমন যেকোনো অ্যাকাউন্টকে স্থগিত বা ডিলিট করে ফেলার অধিকার আমাদের রয়েছে।
ওয়েবসাইটের ব্যাপারে বিধিনিষেধ :-
একজন ক্রেতা ও বিক্রেতা হিসেবে এই ওয়েবসাইটে যে-ধরনের পণ্য ক্রয়-বিক্রয় ও তালিকাভুক্ত করা নিষিদ্ধ।
১- বাংলাদেশ সরকারি আইন অনুযায়ী যা নিষিদ্ধ।
২- এই প্লাটফর্মে কোনধরনের ড্রাগ-মাদক বিক্রি নিষিদ্ধ।
৩- কোন ধরনের অস্ত্র / আগ্নেয়াস্ত্র তালিকাভুক্ত বা বিক্রি নিষিদ্ধ।
৪- কোন পর্নগ্রাফি বা যৌন আইটেম যা, বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী নিষিদ্ধ।
৫-কোন প্রকার পয়জনিং,দাহ্য পদার্থ বা বিষাক্ত কেমিক্যাল ক্রয়-বিক্রয় ও তালিকাভুক্ত অনুমোদিত নয়।
৬-কোন প্রকার পণ্য যা নাগরিক জীবনে ক্ষতি করে, তা অনুমোদিত নয়।
৭- কোন ধরনের চুরি, ছিনতাই করা পণ্য অনুমোদিত নয়।
৮- কোন ধরনের মাদক বা এলকোহল জাতীয় পণ্য অনুমোদিত নয়।
৯- কোন জীবন্ত পাখি বা প্রাণী তালিকাভুক্ত করা অনুমোদিত নয়।
ব্যবহার বয়সসীমা :-
আপনি যখন আমাদের ওয়েবসাইট ব্যবহার করবেন, তখন আমরা ধরে নিব, আপনার বয়স ১৮ বছর অথবা জন্ম নিবন্ধন অনুসারে ১৮ বছরে উপনীত হয়েছেন। আপনি যদি এই বয়স সীমায় উপনীত না হয়ে থাকেন,তাহলে আমাদের ওয়েবসাইট ব্যবহার করার দরকার নেই।
ডেলিভারি টাইম:-
সাধারণত আমরা ঢাকায় ২৪ ঘন্টায় এবং ঢাকার বাহিরে ২/৩ দিনের মধ্যে ডেলিভারি সম্পন্ন করে থাকি। কিন্তু, রাষ্ট্রীয় কোন সংকট ও সমস্যা, দিবস কিংবা প্রাকৃতিক দুর্যোগের কারনে বিলম্ব হতে পারে।
প্রডাক্ট স্টক :-
একজন বিক্রেতা হিসেবে আপনার স্টকে থাকা পণ্য কেবল
www.sajekgor.com ওয়েবসাইটে ইনভেন্টরি এবং তালিকাভুক্ত করা দায়িত্ব। স্টকে পণ্য না থাকা অবস্থায় ডেলিভারি চার্জ নেয়া অনুমোদিত নয়।
ডিসকাউন্টে পণ্য বিক্রি :-
একজন বিক্রেতাকে অবশ্যই আগে থেকে জানিয়ে দিতে হবে যে, ডিসকাউন্টে প্রডাক্ট বিক্রি ফেরতযোগ্য নয়। সেক্ষেত্রে কাস্টমারের উচিত পণ্য অর্ডার করার সময় এই বিষয়টি লক্ষ্য রাখা।
অর্ডার বাতিলকরণ :-
একজন ক্রেতা চাইলে কোনপ্রকার চার্জ ফি ছাড়াই পার্সেল ডেলিভারি হওয়ার আগে অর্ডারটি বাতিল করতে পারেন। কিন্তু, পার্সেল কুরিয়ারে চলে যাবার পরে বাতিল করতে চাইলে শিপিং চার্জ কাস্টমারকে বহন করতে হবে। অন্যদিকে বিক্রেতাকে অর্ডার বাতিলের শর্তাবলির সঙ্গে সম্মতি প্রকাশ করতে হবে। তাছাড়া
www.sajekgor.com এর অধিকার রয়েছে, কোনোপ্রকার চার্জ ফি না নিয়ে ক্রেতার অর্ডার বাতিল করা।
যেসব কারণে প্রডাক্ট রিটার্ন করা যায় :-
Sajekgor.com-এর একজন ব্যবহারকারী হিসাবে, আপনি বিক্রেতা এবং ক্রেতা যে-ই হোক না কেন,উভয়কেই পণ্য ফেরত এবং ফেরত নীতিতে সম্মত হতে হবে। একজন ক্রেতা নিচের শর্তাবলী পেলে পণ্য ফেরত দিতে পারবেন।
১-আপনি যদি ডেলিভারির সময় ত্রুটিপূর্ণ পণ্য পান। তাহলে অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে আপনাকে ত্রুটিপূর্ণ পণ্যের একটি ছবি তুলতে হবে এবং একই ডেলিভারি ম্যানকে পণ্যটি ফেরত দিতে হবে ।
২-আপনি যদি ওয়েবসাইটে বর্ণনা অনুযায়ী পণ্য না পান।
৩-আপনি যদি কোন মেয়াদ উত্তীর্ণ পণ্য পান।
৪-পণ্যের বিবরণ উল্লেখ না থাকলে অথবা যদি প্রমাণিত হয়,ব্যবহারিত পণ্য পার্সেল করা হয়েছে,সেক্ষেত্রেও কাস্টমার প্রডাক্টে ফেরত দিতে পারবেন।
৫- ফল,শাকসবজি এবং মাছ ও দুগ্ধ জাত পণ্য কাস্টমার ফেরত দিতে পারবেন না।
রিফান্ড পলিসি :-
আমরা কাস্টমারের অগ্রাধিকার সর্বোচ্চ প্রাধান্য দিয়ে থাকি। ৭ কর্ম দিবসের মধ্যে আমরা রিফান্ড পলিসি সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করি। আমাদের শর্তাবলি অনুযায়ী ভোক্তা সম্পূর্ণ অথবা আংশিক অর্থ পাবেন,যে নীতিতে ক্রেতা ও বিক্রেতা উভয়ের সম্মতি রয়েছে।
(ক) পণ্যের দাম অনুসারে ১০০% রিফান্ড পলিসি
(খ) রিফান্ড পলিসি ইলেকট্রনিকস ডিভাইসের মাধ্যমে পরিশোধ করা হবে।
(গ) আপনি যে পণ্য ফেরত প্রদান করবেন, তা যদি রিটার্ন পলিসি অনুযায়ী না হয়, সেক্ষেত্রে পণ্যের মূল দাম থেকে ৩০% কর্তন করা হবে।
পণ্যের মূল্য নির্ধারণ :-
www.sajekgor.com প্লাটফর্মে পণ্যের মূল্য নির্ধারণ করা বিক্রেতার একান্ত দায়িত্ব ও কর্তব্য। বিক্রেতা পণ্য গায়ের মূল্য থেকে বেশি দামে বিক্রি করতে পারবেন না। অন্যথায় অতিরিক্ত দাম হাকিয়ে বিক্রি করলে বিক্রেতা নিজে ট্রানজেকশন ফি খরচসহ অতিরিক্ত অর্থ ক্রেতাকে পরিশোধ করতে হবে।
এক্ষেত্রে বিক্রেতাকে পণ্যের দাম নির্ধারণে সরকারি আইন অনুসরণ করা অপরিহার্য।
নিষিদ্ধ কার্যক্রম :-
এই ওয়েবসাইট ব্যবহারকারীদের নিচের নিষিদ্ধ কার্যক্রম থেকে বিরত থাকার ব্যাপারে সম্মতি প্রকাশ করতে হবে।
১- ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত কোনধরনের নিষিদ্ধ কর্মকাণ্ড করা যাবে না।
২- যেকোনো একাউন্ট হোল্ডারের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা।
৩- বিভ্রান্তিকর তথ্য ও কন্টেন্ট ব্যবহার করা।
৪- হ্যাকিং ও ভাইরাস ছড়িয়ে দেয়ার চেষ্টা করা।
৫- স্প্যামিং ও ফিসিং করা
৬-কোনধরনের AI টুলস ব্যবহার করে ক্ষতিসাধন করা।
৭-কারো ক্ষতি বা মানহানি করা।
৮- জাতি-গোষ্ঠী এবং ধর্ম- বর্ণ রীতিনীতির অপব্যবহার করা।
পণ্য বিক্রির কমিশন :-
www.sajekgor.com প্লাটফর্ম ব্যবহার করে এবং পণ্য ওয়েবসাইটে তালিকাভুক্ত করে কোন পণ্য বিক্রি হলে, বিক্রেতার কাছ থেকে আমরা কমিশন গ্রহণ করে থাকি। সেক্ষেত্রে পণ্যের ক্যাটাগরি অনুপাতে কমিশন বিভিন্ন রকম হয়ে থাকে। আপনি যদি এই কমিশন নীতির সঙ্গে একমত না হয়ে থাকেন, তাহলে আমাদের ওয়েবসাইটের সেবা আপনার গ্রহণ করার দরকার নেই।
গ্রাহক সেবা প্রদান :-
কাস্টমারের প্রতি আমাদের সবসময় বিপুল অভিনন্দন রয়েছে। যেকোনো সহায়তার জন্য আপনি আমাদের সাথে নিচের দেওয়া মেইলে যোগাযোগ করতে পারেন।
help.sajekgor@gmail.com এই মেইলে যোগাযোগ করতে পারেন এবং ফেরত দেওয়ার জন্য
return.sajekgor@gmail.com এ মেইলে যোগাযোগ করতে পারেন।